- নারায়ণগঞ্জ, শহর
- ঈদের একদিন আগেই পশুর হাট ফাকা : গরুর পরিবর্তে কিনলেন ছাগল
নানা আয়োজনে নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
- আপডেট টাইম : জুন, ২৬, ২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ
- 61 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: :
প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এরপর অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের অধিদপ্তরের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন সহ আরও অনেকে ।
এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, এনজিও ও সুশীল সমাজের সদস্যগণ, পরিবেশবিষয়ক সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।