শহর প্রতিনিধি->>
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৪ তম প্রয়ান দিবসে ফেনীতে স্মরণ সভা করেছে নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র। শনিবার সন্ধ্যায় শহরের পূর্ব উকিল পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্বল্প পরিসরে স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল হক চৌধুরী রাশেদ।
“এ আকাশ ও নক্ষত্র জ্যোতিরতলে স্তব্ধ শোকাতুর দাঁড়াই সকলে হে” শিরোনামে স্মরণ সভায় স্মৃতিচারণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নাট্যাচার্যের ভাগিনা রাজিব সারওয়ার।
সভায় স্মৃতিচারণ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শামীম, সহ: সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা তোফা সীমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর মাসুদ, সংগঠনের সোনাগাজী শাখার আহ্বায়ক আবদুর রহমান সুজন, যুগ্ম আহ্বায়ক আকরামুল হক সোহাগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ছাগলনাইয়া শাখার সদস্য সচিব আর কে শামীম পাটোয়ারী।
স্মরণ সভায় সংগঠনের জেলা শাখার সদস্য চিত্রশিল্পী সুভাষ সূত্রধর, লেখক ইমরান ইমন, শিল্পী রাজিব দাস বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলা নাটকের গৌড়জন বাংলা নাটকের বরপুত্র উপমহাদেশের শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীন রবীন্দ্রোত্তরকালে বাংলা নাটকের প্রধান পুরুষ। তাঁর সৃজনশীল শিল্পকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে কাজ করতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারিকাল অতিক্রান্ত হলে আরও বৃহৎ পরিসরে প্রয়ান দিবসসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৪ জানুৃয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃ্ত্যুবরণ করেন। প্রয়াত সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আমৃত্যু জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রতিষ্ঠাতা।
Sharing is caring!