নাট্যচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তীতে ফেনীতে দিনব্যাপি ‘ঊষা উৎসব’ – prothom-feni.com

নাট্যচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তীতে ফেনীতে দিনব্যাপি ‘ঊষা উৎসব’ – prothom-feni.com

ফেনী | তারিখঃ August 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 4276 বার

বিশেষ প্রতিনিধি->>

স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের পথিকৃৎ ফেনীর কৃতি সন্তান বরেণ্য নাট্যচার্য সেলিম আল দীনের ৭৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ফেনীতে দিনব্যাপি ‘ঊষা উৎসব’র আয়োজন করা হয়েছে।

সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী আয়োজনে ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তি অনিমেষ ছায়াপথ’ এ শিরোনামে শনিবার রাতে শহরের নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাাদেশ গ্রাম থিয়েটার সভাপতি একুশে প্রদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পোর্টল্যান্ড গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আবু তাহের।

নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি রাশেদ মাযহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজীব সারওয়ার। বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ।

সেলিম আল দীনের বন্ধু ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘ফেনীতে সেলিম আল দীন, জহির রায়হান, শহিদুল্লা কায়সারসহ অনেক গুণী জন্মগ্রহণ করেছেন। সেলিম আল দীন জাতিসত্ত¡া, গান, নাচ ও সংলাপের মাধ্যমে নাটকে তুলে ধরে বাংলার সংস্কৃতি ধরে রাখতে ও বাংলা নাটককে সমৃদ্ধশালী করে অন্যন্য উচ্চতা নিয়ে যেতে কাজ করছেন। সেলিমের মতো নান্দনিক বাংলার ইতিহাসে আর নেই। এখন তাকে নিয়ে সারাদেশে চর্চা হচ্ছে।’

নাসির উদ্দীন বলেন, ‘সেলিম বিভিন্ন জায়গায় যেত, জটিলভাবে তার নাটক বানিয়ে হাতের তালুর মতো সহজ করে উপস্থাপন করত। সে সংলাপের পাশাপাশি গান, নাটক ও আবৃত্তির মাধ্যমে তৃণমূলের কথা ছড়িয়ে দিত। তিনি গভীরভাবে চিন্তা করে বাস্তবিক প্রেক্ষাপটে কৃষক, কুমার কামারদের চরিত্র তুলে ধরতেন। তিনি প্রকৃতি, জীবন, নারীদের কান্না থেকে তুলে এনে কবিতা, নাটকের গান, নৃত্যের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। নাট্যজগতে সেলিমের অবদান বিশাল।’

ঊষা উৎসবে বাংলা নাটককে গতিশীল রাখতে সেলিম আল দীন চর্চার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনরা। বাংলা নাটকে নাট্যরীতি ও নাট্যশৈলীকে খুব শক্ত আর মজবুত করে বুনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সেলিম। নাটকের এই সমৃদ্ধ জগতকে গতিশীল রাখতে সেলিম আল দীনকে চর্চার উপর জোর দেন বক্তারা।

উৎসবের সাংস্কৃতিক পর্বে নাট্যাচার্যকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি ওবায়েদ মজুমদার, এফ এম রহমান মিলন ও সুরঞ্জিত নাগ। নাটকের একটি অংশে অভিনয় করেন পৃথ্বীরাজ চক্রবর্তী। সেলিম আল দীনকে নিয়ে দীপংকর শীলের লেখা গান পরিবেশন করে রাজীব দাশ বাবলু। এছাড়া নাট্যচার্যের নাটক থেকে নেয়া নাটকের দুটি গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ‘ঊষা উৎসব’ নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ১৪ জনকে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এর আগে সকালে নির্ধারিত বিষয়ে চারটি গ্রæপে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক। অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ সেলিম আল দীন চর্চা কেন্দ্রের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Explore More Districts