নাজিরপুরে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নাজিরপুরে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১ April ২০২৫ Tuesday ৮:০৩:৪২ PM

Print this E-mail this


নাজিরপুর (পিরোজপুর)প্রতিনিধি:

নাজিরপুরে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সামছুল হক ছোট্ট হত্যা মামলার আসামি রোমান সিকদারকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। রোমান সিকদার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সেকেন্দার আলী সিকদারের ছেলে।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে অনুষ্ঠিত শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাইউম উজ্জামানের প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল নেতা সামছুল হক ছোট্টর মামা ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তৌহিদুল ইসলাম তাওহীদ। ৮ মার্চ নির্বাচনী প্রচারণা শেষে রাতে বাড়ি ফেরার পথে সামছুল হক ছোট্টকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু পথে ছোট্টর মৃত্যু হয়। পরে ওই বছর ১১ মার্চ তার বড় ভাই মঞ্জুরুল হক বাদী হয়ে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন।

৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে সামছুল হক ছোট্ট হত্যা মামলার সব আসামী পলাতক রয়েছে। সোমবার ৩১ মার্চ বিকেলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানতে পারেন,ছোট্ট হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা রোমান সিকদার পার্শ্ববর্তী বাগেরহাট জেলার শিয়ালকাঠি এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে তারা সেখানে গিয়ে রোমানকে ধরে এনে খেজুরতলা বাজারে নিয়ে আসলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বিএনপির নেতাকর্মীরা তার ফাঁসির দাবিতে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত রোমানকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, রোমান সিকদারের বিরুদ্ধে আমাদের থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে আমাদের তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts