নাঙ্গলকোটে পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় – Ajker Comilla

নাঙ্গলকোটে পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় – Ajker Comilla

আজকের কুমিল্লা ডট কম :

সেপ্টেম্বর ১৬, ২০২১

news-image

 

নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রার্থীদের সাথে মতবিনিময় ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ইভিএম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার),আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম, সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা নির্বচিন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আ স ম আবদুর নুর, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, কাউন্সিলর প্রার্থী জামাল হোসেন, মীর সামছুল আলম প্রমুখ।

আসছে ২০ সেপ্টেম্বর নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ কর্মকর্তাগণ কৃষি বিভাগের আয়োজনে উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে নাবী পাট বীজ, সার ও নগদ সহায়তা প্রদান এর উদ্বোধন এবং গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

আর পড়তে পারেন

Explore More Districts