নাগরিক ঐক্য চাঁদপুর জেলা আহ্বায় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার।
তিনি বলেন, সংস্কারের বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সংস্কার কমিটির যেসব প্রস্তাব দিয়েছেন তার শতভাগ সম্পন্ন করা সম্ভব নয়। তবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার যতটুকু সম্ভব সংস্কার করবেন। এর পাশাপাশি নির্বাচন আয়োজনের কাজ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা সাংসদ নির্বাচিত হবেন, তারা বাকি সংস্কার কাজ সম্পন্ন করবেন। তবে আমরা মনে করি সংস্কার হওয়া জরুরী। এজন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, নাগরিক ঐক্য ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে সকল মানুষের সমান অধিকার থাকবে। বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল এবং মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। এজন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডসহ পাড়া মহালয় নাগরিক ঐক্যের দাওয়াত পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষকে নাগরিক ঐক্যের পতাকা তলে আনতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে যায় যায় অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কাননের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিএম নুরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, প্রফেসর এনামুল হক।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরদার, হারুনুর রশীদ, সোলায়মান সরকার মিজানুর রহমান স্বপন, মোঃ আলী আশরাফ, নাজমা আক্তার, হেনা আক্তার, মমতাজ উদ্দিন মন্টু গাজী, স্বপন কুমার দাস, সুভাষ চন্দ্র সাহাসড়জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩১ জানুয়ারি ২০২৫