- নারায়ণগঞ্জ, লিড নিউজ, শহরের বাইরে
- বুধবার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হতে পারে
না:গঞ্জ সদর থানায় শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা
- আপডেট টাইম : আগস্ট, ১৯, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ
- 178 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল , নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একে এম শামীম ওসমান, সদর আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ২০০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলায় নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম নেই। গত ১৭ আগস্ট শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করে।
মামলার অন্যান্য আসামিরা হলো, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, জাতীয় পার্টির দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, তাঁর ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজেমেরী ওসমান , শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আ: করিম বাবু, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সাত্তার বলেন, মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অপরাপর আসামির নির্দেশে ৫ আগস্ট বেলা দেড়টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় আবুল হাসানকে গুলি করে হত্যা করা হয়।