নাইক্ষ্যংছড়িতে কঠোর লকডাউন, বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ

নাইক্ষ্যংছড়িতে কঠোর লকডাউন, বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ

নাইক্ষ্যংছড়িতে কঠোর লকডাউন, বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ

নাইক্ষ্যংছড়িতে সরকার ঘোষিত লকডাউন সঠিকভাবে পালন করতে মাঠে নেমেছে পুলিশ। বুধবার (৩০ জুন) লকডাউন কড়া করতে সকালে উপজেলার প্রধান সড়কের তিন রাস্তার মাথা, বাজার চত্ত্বর, রেস্টহাউজ মোড়, পুরাতন ষ্টেশন, থানা মোড়, কলেজ সড়কসহ বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, করোনা সংক্রমণরোধে ইতিমধ্যেই সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। তার প্রেক্ষিতে পুলিশ মাঠে রয়েছেন। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আগামীকাল বৃহস্পতিবার সরকার ঘোষিত লকডাউন কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়ন করার সমর্থন জানিয়েছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহাম্মেদ, নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটি সভাপতি ইয়াহিয়া খাঁন মামুন, সাধারণ সম্পাদক ডা. ফরিদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হোসেন আহাম্মদ, উপজেলা যুবলীগ ধর্ম-বিষয়ক সম্পাদক মুহাম্মদ আজিজুল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন প্রমূখ।

রি-এসআইসি/ইভূ

Explore More Districts