বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় কাটার দায়ে একজনকে আটক করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। কারাদণ্ড প্রাপ্তের নাম মুজিবুল হক ওরফে মুজিবুল্লাহ।
এই বিষয়ে আরও
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ সোমবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ছুল্ল্যা পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) রোমেন শর্ম্মার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পাহাড় কাটার অভিযোগে মুজিবুল্লাহকে আটক ও মাটি কাটায় নিয়োজিত স্কেবেটার জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত মো. মুজিবুল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ (চ) ধারা লঙ্ঘনে ১৫ (১) ধারায় আটক করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার এসআই সৌরভ ও এসআই মিজবাহসহ সঙ্গীয় ফোর্স।
এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজেস্ট্রেট) রোমেন শর্ম্মা বলেন, পরিবেশ সংরক্ষণ ও পাহাড় রক্ষায় যে কোনো কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।