নলছিটির মূর্তিমান আতঙ্ক ছাত্রদলের আহবায়ক রনি !

নলছিটির মূর্তিমান আতঙ্ক ছাত্রদলের আহবায়ক রনি !

১৭ June ২০২৫ Tuesday ৪:৫৮:১৩ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটির মূর্তিমান আতঙ্ক ছাত্রদলের আহবায়ক রনি !

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ এনে বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. রুস্তুম আলী সিকদার (৭০)।
সোমবার (১৭ জুন) দুপুরে বরিশাল রিপোর্টাস ইউনিটির হল রুমে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, রনি বাহিনী দলীয় পরিচয়ের অপব্যবহার করে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের মুখ বন্ধ রাখতে বিএনপির উচ্চপর্যায়ের যোগাযোগের ভয় দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে রুস্তুম আলী সিকদার বলেন, “আমি রানাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতি করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাশকতার মামলায়ও আসামি হয়েছি। অথচ আজ আমি ও আমার পরিবার রনি বাহিনীর হাতে জিম্মি।”
তিনি অভিযোগ করেন, গত ১৩ জুন বিকালে ছাত্রদল আহ্বায়ক রনি, জুলফিকার ওরফে ‘ডিস জুলহাস’ এবং নেছাব আলীর নেতৃত্বে তার মালিকানাধীন জমিতে থাকা ‘জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা ইউনিয়ন’ নামের একটি ক্লাবঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। এসময় বিএনপি কর্মী হবিব সিকদারের স্ত্রী সুমির শ্লীলতাহানী এবং তার গলার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া অন্তত ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে রনি বাহিনীর বিরুদ্ধে।
রুস্তুম আলী জানান, ঘটনার পর উল্টো রানাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব আলম আবু তাহেরকে বাদী করে তার (রুস্তুম) নামে ও আরও ১৩ নেতাকর্মীর নামে একটি মিথ্যা মামলা করা হয় (মামলা নং-১০/৯৪, তারিখ: ১৫/৬/২০২৫)। এসব নেতাকর্মীর অধিকাংশই বিএনপির ত্যাগী এবং নির্যাতিত কর্মী বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ছাত্রদল নেতা রনি ও তার ভাই লিটন এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সরবরাহ করে যুব সমাজ ধ্বংস করছে। ইউনিয়ন পরিষদের প্রকল্প, এলজিইডির রাস্তাঘাট এবং এডিপির কাজেও চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। রনি নিজেকে তারেক রহমানের ঘনিষ্ঠ দাবি করে নেতাকর্মীদের ভয় দেখিয়ে দমন করছে।
এছাড়া পারিবারিক কবরস্থানে বালু ফেলতে গিয়েও এক লাখ টাকা চাঁদা দাবি করে তার বাহিনী, এমন অভিযোগও তুলে ধরেন রুস্তুম আলী। তার ভাষ্য অনুযায়ী, এসব বিষয়ে প্রশাসন ও দলীয় ফোরামে একাধিকবার অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি সাংবাদিকদের মাধ্যমে দলীয় ও প্রশাসনিকভাবে রনি বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী জামল হোসেন মল্লিক ও মো. হেলাল সিকদার।
এ বিষয়ে সাইদুল ইসলাম রনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে একটি মহল বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ধূপ থেরাপি: স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগ

বরিশালে এ বছর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

নারী কর্মীকে কুপ্রস্তাব এনসিপি নেতার, অডিও ফাঁস

বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক তোপের মুখে, সম্মেলনের নির্দেশ

বরিশালে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত 

Explore More Districts