৯ June ২০২৫ Monday ১:০৭:৪১ PM | ![]() ![]() ![]() ![]() |
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটি উপজেলার দপদপিয়ায় বিএনপির নাম ভাঙ্গিয়ে ছিনতাই, চুরি, চাদাঁবাজি, লুটপাটসহ নানা অভিযোগে তিনজনের নামে নলছিটি থানায় মামলা হয়েছে। গতকাল মামলাটি এজাহার হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী বলছেন, অভিযুক্ত এসব ব্যক্তিরা ৫ আগস্টের পর এলাকায় বালু ভরাট, দখল বাণিজ্য সহ অনেক অপকর্ম করে বেড়াচ্ছে।
এ ব্যাপারে দপদপিয়ার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসানের স্ত্রী জাফরিন ইকবাল নলছিটি থানায় ১৪৩,৩৪১,৩২৩,৩২৪,৩৭৯ ও ৪০৬ ধারার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ জুন রাতে দপদপিয়ার এক নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান থেকে ভিজিএফের কার্ড, নগদ ৫২ হাজার পাঁচ শত টাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ছিনিয়ে নেয় দপদপিয়া গ্রামের নুর জামাত খানের পুত্র প্রান্ত খান, মুনসুর মাঝীর পুত্র জিয়া মাঝি, গুফুর খানের পুত্র রিমন খান। এসময় তাদের সাথে অজ্ঞাতনামা আরো ৪ -৫ জন উপস্থিত ছিলো।
এ ব্যাপারে কামরুল হাসান বলেন, আসামীরা চাদাঁবাজ, উৎশৃংল, সন্ত্রাসী ও ছিনতাই প্রকৃতির লোক।তাদের অত্যাচারে দপদপিয়াসহ আশ- পাশের লোকজন অতিষ্ঠ। তিনি বলেন,ঘটনার দিন ছিনতাইকারীরা বিএনপির শ্লোগান দিয়ে আমার সাথে থাকা ৭০টি ভিজিএফ কার্ড ও নগদ ৫২ হাজার পাচঁ শত টাকা ছিনতাই করে নিয়ে যায়।তিনি ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবী জানান।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালাম বলেন, টাকা ছিনতাই ও ভিজিএফ কার্ড লুটের ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য,প্রান্ত খানের পিতা নুর জামাত খান দপদপিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য, চাচা শাজাহান খান ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, চাচাতো ভাই বাবুল খান শ্রমিক লীগের সভাপতি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |