নলছিটিতে ইট ভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা

নলছিটিতে ইট ভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা

২৮ April ২০২৫ Monday ৮:৩২:২৮ PM

Print this E-mail this


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে ইট ভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ২৮ এপ্রিল দুপুর একটায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন অবস্থিত শুকতারা ব্রিকস এর স্বত্তাধিকারী করির হোসেন জমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ২,০০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর্থদন্ড আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলো ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts