নলছিটিতে অবৈধ ইট ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

নলছিটিতে অবৈধ ইট ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

১১ January ২০২৫ Saturday ৮:০৪:০৫ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে অবৈধ ইট ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ইটের একটি পাঁজা নষ্ট করে দিয়েছেন। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে এক ব্যক্তিতে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ কেটিসি ব্রিকস নামের ইট পাঁজায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।  

তিনি জানান, কেটিসি ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়। 

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটা স্থাপন বা চলমান রাখার সুযোগ নেই।

লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts