মোঃনাজমুল হক মনি:-করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খানের তত্বাবধানে রোববার (১৮জুলাই’) নরসিংদী সদরে আরডিসি শ্যামল কুমার বসাক এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট বিধিনিষেধ অমান্য করার দায়ে ৬ জনের বিরুদ্ধে দায়ের করা ৬টি মামলায় চার হাজার পাঁচশত টাকা অর্থদন্ড আদায় করেন।
লকডাউন বাস্তবায়নে ৬টি উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি,এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে,জেলা প্রশাসনের হটলাইন ৩৩৩ নম্বরে প্রাপ্ত কলের মধ্য থেকে যাচাইবাছাই শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ত্রাণ সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত টিম ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবাসস্থল বা আবাসস্থলের নিকটস্থ স্থানে তাঁদের হাতে উল্লেখিত উপহার সামগ্রী হস্তান্তর করছে।