নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ – Amader Narsingdi

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ – Amader Narsingdi

মাহবুব আলম সেলিম(নিজস্ব প্রতিনিধি):-প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুকূলে প্রাপ্ত অর্থে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ নরসিংদী জেলার নারী উদ্যোক্তাদের মাঝে অনুদান বিতরণ করা হয়।
৩০ মে রবিবার উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোন বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মেধা, বুদ্ধি ও সক্ষমতা দিয়ে নিজেদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।

এসময় ১০১ জন নারী উদ্যোক্তার মাঝে সর্বমোট ৭ লক্ষ ৭ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

Explore More Districts