নরসিংদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার – DesheBideshe

নরসিংদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার – DesheBideshe



নরসিংদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার – DesheBideshe

নরসিংদী, ১৯ এপ্রিল – নরসিংদীর মাধবদীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদীর শেখেরচর বাবুর হাটের ধূমকেতু মাঠ সংলগ্ন একটি বহুতল বিল্ডিং থেকে স্বামীর ও এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মানসুরা বেগম (৩৮) ও তার স্বামী রাজু মিয়া (৪৫)। তারা স্থানীয় একটি পাওয়ারলুমে কর্মরত ছিলেন। তারা মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের বালুসাইর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে শেখেরচর বাবুরহাটের একটি বহুতল ভবনের কার্নিশে রাজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মানসুরাকে তার খাটের ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন তার ছেলে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী রাজু মিয়া। পরে তিনি নিজেই ভবনের কার্নিশে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ এপ্রিল ২০২৫



Explore More Districts