নরসিংদীতে করোনা রোগীদের সেবায় অক্সিজেন ব্যাংকের উদ্বোধন – Amader Narsingdi

নরসিংদীতে করোনা রোগীদের সেবায় অক্সিজেন ব্যাংকের উদ্বোধন – Amader Narsingdi

মো:খায়রুল ইসলামঃ-নরসিংদীতে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর এর মাধ্যমে সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছে সামাজিক সংগঠনদের একটি প্লাটফর্ম নরসিংদী অক্সিজেন ব্যাংক। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেবা কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী সিভিল সার্জন ডা.মো.নূরুল ইসলাম।
করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দিতে প্রাথমিকভাবে ১২ টি অক্সিজেন সিলিন্ডার ও একটি অক্সিজেন কনসেনট্রেটর এর মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে সিলিন্ডার ও কনসেনট্রেটরের পরিমান আরো বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা।
নরসিংদী অক্সিজেন ব্যাংকের আহবায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আরএমও ডা.সৈয়দ আমিরুল ইসলাম শামীম,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু কাউসার সুমন,স্টার ক্লাবের সভাপতি সোহরাব হোসেন,নরসিংদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমানা ফেরদৌস সোনিয়া সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

Explore More Districts