মোঃনাজমুল হক মণি-নিজস্ব সংবাদদাতা:-নরসিংদী জেলার জেলা মোড় মেজবান রেষ্টুরেন্ট এর সামনে আজ মঙ্গলবার(৩ আগষ্ট)দুপুরে মেহমানখানা আমরা ক’জন এর উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে প্রতিদিন একবেলা খাবারের আয়োজন করা হয়। আজ প্রথম দিনে মাত্র একবেলা পেট ভরে খেয়েছে দু’শতাধিক সম্মানিত মানুষ। নরসিংদী জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ মন্টি এর সার্বিক সহযোগিতায় যে আনন্দের হাসি হেসেছে তা উপভোগ করলেন মেহমানখানা আমরা ক’জন সহ উপস্থিত সন্মানিত ব্যক্তিবর্গ। আজ প্রথম দিনে মেহমানখানা উদ্বোধন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মেহেদী মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা,শফিকুল ইসলাম স্বপন,মোকারম হোসেন ভুঞা,প্রফেসর এ এইচ মিলন,এড.মাজেদুল হক রুবেল,এড.সারোয়ার খান,প্রবাসী মাহমুদ আলীম,অধ্যাপক আব্দুল বাতেন,শাহেংশা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ এর পরিচালক আসাদুল হক পলাশ, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক নুরুদ্দিন বাদশা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
