নবীগঞ্জ  সাংবাদিকদের নিয়ে বুনিয়াদি  প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত  – Habiganj News

নবীগঞ্জ  সাংবাদিকদের নিয়ে বুনিয়াদি  প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত  – Habiganj News

শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জ প্রেসক্লাবের  কর্মরত  সাংবাদিকদের নিয়ে ভূতত্ত্ব বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে শেভরন বাংলাদেশ।

বুধবার (১৩ নভেম্বর)  সকাল ১০ টায় নবীগঞ্জ প্রেস ক্লাবের নিজেস্ব ভবনে দিন ব্যাপি এই কর্মশালা টি অনুষ্ঠিত হয়। এতে কর্মরত জাতীয় ও  স্থানীয়  পত্রিকার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  এম এ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিটু,

শেভরন বাংলাদেশ এর ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যনেজার  খন্দকার তুষারুজামান, কমিউনিকেশন্স ম্যনেজার শেখ জাহিদুর রহমান, কর্পোরেট অ্যাফের্য়াস এডভাইজার এহসানুল হাসান, ফিল্ড কর্পোরেট অ্যাফিয়ার্স এডভাইজার এম এ রাকিব, কর্পোরেট অ্যাফেয়ার্স সিনিয়র কোঅর্ডিনেটর মুরাদ আহমদ।রিসোর্সপার্সন ছিলেন শেভরন বাংলাদেশের জিওলজিষ্ট সিরাজাম মুনিরা ও পেট্রলিয়াম ইন্জিনিয়ার সামিউজ্জামান খন্দকার।

 

কর্মশালা উদ্ভধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট অঞ্চল জ্বালানি সেক্টরের অন্যতম ক্ষেদ্র। এই গ্যাস যথাযথ প্রকৃিয়ায় উত্তোলন ও সরবারহের জন্য কাজ করছে শেভরন বাংলাদেশ।

তারা বলেন, সাংবাদিকদের ভূতত্ত্ব  বিষয়ক জ্ঞান থাকা জুরুরী।

শেভরন বাংলাদেশ নবীগঞ্জের সাংবাদিকদের জন্য যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে তা তাদের পেশাগত কাছে উপকারে আসবে। ভবিষ্যৎতে  এ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপরে এ ধরনের কর্মশালা আয়োজন করার আশ্বাস প্রদান করা হয়।পাশাপাশি

নবীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে শেভরন বাংলাদেশ সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

Explore More Districts