আসন্ন ২৫ ডিসেম্বর নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন উপলক্ষে ৬টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রি, ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কাছে জমা প্রদান, ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মনোনয়নপত্র ক্রয়কারীদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন এবং নির্বাহী সদস্যের ৮টি পদের বিপরীতে ১৪ জন সাংবাদিক মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


