বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে লক্ষ্যে নবীগঞ্জ পৌর তালামীযের উদ্যেগে পক্ষকালীন শতাধিক শীতার্থ পরিবারের মাঝে শীত বস্র বিতরণ করা হয়।
শুক্রবার বাদ আছর নবীগঞ্জ শেরপুর রোড অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌর তালামীযের সভাপতি জহুরুল ইসলাম রাহুলের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য হবিগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি কাজী মাওলানা হাসান আলী,উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর আল ইসলাহের সহ সভাপতি মাওঃ দূরুদ মোশারফ, উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুল বাছিত, উপজেলা তালামীয সাধারন সম্পাদক আবু সুফিয়ান হারুন,পৌর তালামীয সহ সভাপতি এইচকে রাফি বিন আশেকী, শাহরিয়ার আহমেদ শাওন,সাধারন সম্পাদক ছাদিক চৌধুরী,
হবিগঞ্জ সদর ইউনিয়নের তালামীযের সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ খাইরুল ইসলাম,পৌর তালামীযের প্রচার সম্পাদক হোসাইন আহমেদ,অর্থ সম্পাদক শাহিনূর রহমানসহ আরও অনেকেই।

