নবাবগঞ্জে ২০ বোতল এম কে ডিল উদ্ধার সহ গ্রেফতার-২ – দিনাজপুর নিউজ

নবাবগঞ্জে ২০ বোতল এম কে ডিল উদ্ধার সহ গ্রেফতার-২ – দিনাজপুর নিউজ


নবাবগঞ্জে ২০ বোতল এম কে ডিল উদ্ধার সহ গ্রেফতার-২ – দিনাজপুর নিউজ




নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় এম কে ডিল উদ্ধার সহ ২ জনকে আটক করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার ০৪ জানুয়ারী আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায় সোমবার দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের ঘাসুড়িয়া আদিবাসী পাড়ার নিকট থেকে একটি মটর সাইকেল আটক করে তাতে তল্লাশী করে একটি ব্যাগ থেকে ২০ বোতল এম কে ডিল উদ্ধার করা হয়।

এ সময় গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দাউদপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে রিমন মিয়া(২৪) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার চিতলি উত্তরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে (বর্তমান ঠিকানা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জয়েনপুর গ্রাম) আরিফুল ইসলাম(২৮) কে আটক করা হয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।




Explore More Districts