নবম শ্রেণি থেকে আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা, বাছাইয়ের সুযোগ

নবম শ্রেণি থেকে আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা, বাছাইয়ের   সুযোগ

এনসিটিবির একাধিক কর্মকর্তাও এই পরিকল্পনার কথা জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেন, পড়ার জন্য মোট বিষয় থাকবে ১০টি। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ধর্ম বিষয়ের মতো পাঁচ থেকে ছয়টি বিষয় বাধ্যতামূলক রেখে বাকি বিষয়গুলো উন্মুক্ত রাখা হবে। বাকি বিষয়গুলো থেকে পছন্দ করে নির্ধারিত সংখ্যক বিষয় বাছাই করবে শিক্ষার্থীরা।

এনসিটিবির আরেকজন কর্মকর্তা বলেন, পৃথিবীর অনেক দেশেই বর্তমানে একমুখী শিক্ষাব্যবস্থা থাকলেও তাতে অনেক বিকল্প রাখা আছে। যেকোনো শিক্ষার্থী ইচ্ছা করলে পুরোপুরি বিজ্ঞানের বিষয়গুলো যেমন নিতে পারে, তেমনি কিছু বিষয় বিজ্ঞানের আবার কিছু বিষয় মানবিক বা ব্যবসায় শিক্ষাসংক্রান্ত বাছাই করতে পারে। বিষয় নির্বাচনের স্বাধীনতা থাকলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার চিন্তা করে পড়তে পারবে। ইংরেজি মাধ্যমের পড়াশোনায় এ ধরনের ব্যবস্থা আছে।

ওই কর্মকর্তা বলেন, স্থগিত হওয়া শিক্ষাক্রমে নবম শ্রেণিতে বিভাজন তুলে দেওয়া হলেও ১০টি বিষয় সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল। ফলে বিষয় বাছাইয়ের কোনো স্বাধীনতা ছিল না শিক্ষার্থীদের।

Explore More Districts