নবনির্বাচিত কৈজুরী ইউপি চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান

নবনির্বাচিত কৈজুরী ইউপি চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান

নবনির্বাচিত কৈজুরী ইউপি চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ৩ জুলাই সোমবার সকালে ইউনিয়ন পরিষদ এর সচিব ও গ্রাম পুলিশদের পক্ষ হতে এ স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব উত্তম কুমার রাহা, গ্রাম পুলিশ বাবর আলী ফকির, চিত্ত কর্মকার, কৃষি উপ-সহকারী মো: কামরুজ্জামান, সংরক্ষিত মহিলা সদস্য মোসা: সুমা ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ বিষয়ে ইউপি সচিব উত্তম কুমার রাহা জানান, ১০ নং কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ছিদ্দিকুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান সকলের সাথে কুশল বিনিময় করেন এবং পরিষদ পরিচালোনায় সকলের সার্বিক সহযোগতা কামনা করেন।

Explore More Districts