- Uncategorized
- খানপুর হাসপাতালে মোবাইল কোর্ট : আটক ২
নদী ও খালের জায়গা উদ্ধারের তাগিদ বিভাগীয় কমিশনারের
- আপডেট টাইম : মে, ১০, ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
- 26 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহম্ম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে অনেক খাল ও নদীর জায়গা দখল করা হয়েছে। সেগুলো উদ্ধার করলে এ জেলার মানুষ বৃষ্টির সময় পানি বন্দি থেকে রক্ষা পাবে।
সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যেগে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদার ও সরকারী বেসরকারি কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় জেলার বিভিন্ন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।