নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে হাজীগঞ্জের জাকির হোসেন প্রধানিয়া

নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে হাজীগঞ্জের জাকির হোসেন প্রধানিয়া

বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রধানিয়া। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। মঙ্গলবার (২৮ মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আত্মপ্রকাশ অনুষ্ঠান করে দলটি।

দলের চেয়ারম্যান ছাড়াও মহাসচিব মো. আমিনুল ইসলাম ও ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের প্রধানিয়া বাড়ির মো: জাকির হোসেন প্রধানিয়া। তিনি দীর্ঘদিন অস্ট্রোলিয়া প্রবাসে ব্যবসা করছেন। গত কয়েক বছর ধরে হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বর্তমানে অস্ট্রোলিয়া ও বাংলাদেশে তার পরিচালনাধীন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আরও পড়ুন…   হেরে গিয়েও চমক দেখালেন জাকির হোসেন প্রধানিয়া

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা ছিল ৬০-৭০ জন। তারমধ্যে সংবাদকর্মী ছিলেন ২৫ জন। এই নগণ্য উপস্থিতির সংখ্যা সম্পর্কে দলের চেয়ারম্যান মো: জাকির হোসেন প্রধানিয়া বলেন, আমাদের দলের প্রধান কার্যালয় রাজধানীর শেওড়াপাড়ায়।

এছাড়া ২০ টি জেলা ও শতাধিক উপজেলায় দলের কমিটি রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। যানজট ও হয়রানি কমাতে আমরা তাদেরকে এখানে উপস্থিত করিনি।

দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানীয়া আরো বলেন, তার দলের লক্ষ্য হলো বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

পূর্বে দলটি নিবন্ধনের জন্য রকেট প্রতীক চেয়ে নির্বাচন কমিশন এ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেই।কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে কোন প্রকার সাড়া দেননি। তবে দল নিবন্ধন না পেলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করব আমরা।

স্টাফ করেসপন্ডেট/
২৮ অক্টোবর ২০২৫

Explore More Districts