নতুন যেসব হাইব্রিড গাড়ি আসছে

নতুন যেসব হাইব্রিড গাড়ি আসছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ির কদর বেড়েই চলেছে। এমনকি বিক্রিতে ইলেকট্রিক গাড়িকেও পেছনে ফেলেছে হাইব্রিড গাড়ি। শিগগিরই টয়োটা এবং নিশান নতুন গাড়ি আনছে। যা অধিক মাইলেজ দেবে। আপকামিং এসব গাড়ি সম্পর্কে জানুন।

টয়োটা ফরচুনার হাইব্রিড গাড়ি

টয়োটা ফরচুনার অন্যতম জনপ্রিয় গাড়ি। বাজারে ইদানিং গাড়ির বিক্রি সামান্য কমলেও, গ্রাহকদের অধিকাংশ এই গাড়ি পছন্দ করেন। সেই চার চাকার হাইব্রিড ভার্সন আনছে টয়োটা। তবে একটু আলাদা ইঞ্জিনের সঙ্গে। মূলত, বায়ো-ইথানল প্রযুক্তি থাকবে এই গাড়িতে। ইঞ্জিন মিলবে ২.৭ লিটার ৪ সিলিন্ডার পেট্রোল মোটর। যা সর্বোচ্চ ১৬৩ হর্সপাওয়ার এবং ২৪৩ এনএম টর্ক উত্পন্ন করতে সক্ষম।

শক্তির দিক দিয়ে গাড়িটি স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের থেকে কিছুটা পিছিয়ে। তবে গাড়িতে আগের থেকে ক্লিন ফুয়েলে চলবে। যা পরিবেশের জন্য ভালো। ইতিমধ্যে বায়োইথানল এবং ফ্লেক্স-ফুয়েল চার চাকার উপর কাজ করা শুরু করে দিয়েছে টয়োটা।

নিশান এক্স-ট্রেইল

২০২২ সালে নিশান তিনটি গাড়ি সামনে আনে। যার মধ্যে একটি ছিল নিশান এক্স-ট্রেইল। ২০২৪ সালে গাড়িটি অফিশিয়ালি লঞ্চ হতে পারে। এই চার চাকাতেও মিলবে হাইব্রিড ইঞ্জিন। তিন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বৈদ্যুতিক মোটর। এই গাড়ি সর্বোচ্চ ২১০ হর্সপাওয়ার এবং ৫২৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম।

তবে এই চার চাকাতে অভিনব সিস্টেম রাখছে নিশান। অন্যান্য হাইব্রিড গাড়ির থেকে আলাদা। এতে যে বৈদ্যুতিক মোটর থাকবে তাতে চলবে গাড়ি। আর যে পেট্রোল ইঞ্জিন থাকবে তার শক্তিতে চার্জ হবে ব্যাটারি।

Explore More Districts