কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক)। বাস টার্মিনালটিতে দূরপাল্লার বাস ও নগরের বিভিন্ন রুটের যানবাহনগুলোর জন্য নির্দিষ্ট স্থান থাকবে জানিয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাস টার্মিনালটি নির্মিত হলে নতুন ব্রিজ এলাকায় এলোমেলোভাবে গাড়ি পার্কিংয়ের প্রবণতা কমবে এবং যানজট অনেকাংশে হ্রাস পাবে।
গতকাল প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মেয়র। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ অংশের যানজট পরিস্থিতি উন্নত হবে এবং সাধারণ জনগণের চলাচল আরও সহজ হবে। পটিয়া, আনোয়ারা, বাঁশখালী অঞ্চলের মানুষদের যাতায়াতের ভোগান্তি কমবে।
ডা. শাহাদাত বলেন, চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা যানজট। বিশেষ করে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় অবৈধ যানবাহন ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে আমরা এখানে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছি।
প্রকল্প এলাকা পরিদর্শনকালে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।