বিদ্যাপ্রকাশের স্টল পড়েছে এবার মেলার একেবারে পূর্ব সীমার শেষ প্রান্তে। প্রকাশক মজিবর রহমান বললেন, এবার ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হলো। সে কারণে তাঁরা তাঁদের স্টলের একটি অংশে একটি স্টুডিওর মতো ব্যবস্থা করেছেন। সেখান থেকে প্রতিদিন ফেসবুক লাইভে লেখক, প্রকাশক, আগ্রহী গ্রন্থানুরাগীরা এসে আলোচনা করছেন। বই, প্রকাশনা, মেলার সার্বিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করছেন। এই আলোচনাগুলো বিদ্যাপ্রকাশের সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপেও পাওয়া যাবে।
মেলার পরিবেশ সম্পর্কে তিনি বিশেষ কিছু বলতে চাননি। তবে বেলা দুইটায় মেলা খুললেও বিকেল পাঁচটা থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। এখন আবহাওয়া ক্রমেই গরম হয়ে উঠছে। দুপুরের দিকে বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।