লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জাতীয় সমাজতান্তিক দল-জেএসডি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নস্থ আ স ম আবদুর রবের বাড়িতে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রামগতি উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু’র পরিচালনায় অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাধীনতার পাতাকা উত্তোলক ও জেএসডি’র সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন, জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে মুক্ত হতে চেয়ে ছিলাম তার জন্য মুক্তিযুদ্ধ করতে হয়েছিল আমাদের। আমি বলেছিলাম হাসিনার পতন না দেখে যেন আল্লাহ আমার মৃত্যু না দেন, আজ আল্লাহ আমার সেই কথা কবুল করেছেন হয়তো। জুলাই ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে হাজারো জীবনের বিনিময়ে স্বৈরাচার জালিম হাসিনার বিদায় হয়েছে। নতুন প্রজন্ম আন্দোলন করেছিল পরবর্তীতে সংস্কারের জন্য নির্বাচনের জন্য নয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আবদুর রহিম, কমলনগর উপজেলার জেএসডির সভাপতি ও হাজিরহাট উপকুল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, বড়খেরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনীর চৌধুরী শামীম, গন অধিকার পরিষদের রামগতি উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদসহ উপজেলা জেএসডি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।