নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া

নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া

নতুন গান প্রকাশে বিলম্বের বিষয়ে ফারিয়া বলেন, ‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে আর সেটি সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে, নতুন কিছু দেখার অনুভূতি দেবে। সে কারণেই সময় লাগছে।’

ফারিয়া জানান, তাঁর বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি প্রজেক্টই খুব সুন্দরভাবে এগোচ্ছে।

‘আশিকী’ খ্যাত এই অভিনেত্রী আরও জানান, ‘তিনি এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে চান যাঁদের গান শুনে বড় হয়েছেন। ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন, যাঁদের গান শুনে আমি বড় হয়েছি। তাঁদের সঙ্গে যদি কাজ করার সুযোগ পাই, সেটা হবে সত্যিই দারুণ ব্যাপার। এমন কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কতদূর যাওয়া যায়,’ বলেন ফারিয়া।

Explore More Districts