নতুন কুঁড়ি ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব ও গুণিজন সংবর্ধনা

নতুন কুঁড়ি ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব ও গুণিজন সংবর্ধনা

চাঁদপুরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৩টি বিভাগে বিভিন্ন বয়সের শতাধিক নারী শিক্ষার্থী ও গৃহিণীরা তাদের নিজেদের হাতে মেহেদী আঁকা প্রতিযোগিতায় অংশ নেন।

বিকেল ৪টায় মেহেদী উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরানবাজার ডিগ্রি কলেজের সভাপতি ডাঃ মোবারক হোসেন। এই পর্বে সভাপতিত্ব করেন মেহেদী উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কুহীনুর বেগম। এই পর্বে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হক কমল‌।

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভপতি অ্যাড. আবুল কালাম সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু সালেহ, অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন, স্কাউট কমিশনার শাজাহান সিদ্দিকী, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তরুণ, ইখতিয়ার উদ্দিন শিশু, চিত্রশিল্পী বিপ্লব দাস কুট্টি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মনসুর আলী ফাউন্ডেশনের সভাপতি রতন মিয়া বেপারী সেলিম নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটনসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

আয়োজনে একাধিক গুণীজনকে তাদের অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া উৎসবে মেহেদী আঁকার উপর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম
৮ নভেম্বর ২০২৫

Explore More Districts