‘নতুন কুঁড়ি’তে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী – News Tangail

‘নতুন কুঁড়ি’তে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী – News Tangail

নিজস্ব প্রতিনিধি: শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র সংগীত বিভাগের ক গ্রুপে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী। মাত্র আট বছর বয়সেই সংগীতে জাতীয় সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে পুরো টাঙ্গাইলকে গর্বিত করেছে সে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৩ লাখ টাকার পুরস্কার গ্রহণ করে প্রেয়সী।

আকুর টাকুর পাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুল ও রাখী চক্রবর্তী দম্পতির কনিষ্ঠ মেয়ে প্রেয়সী বর্তমানে শাহীন ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

সংগীতশিল্পে প্রেয়সীর এই সাফল্যের পেছনে রয়েছে একটি সম্পূর্ণ সংগীত পরিবার। তার বড় বোন শ্রেয়সী চক্রবর্তী পাঁচবার জাতীয় সংগীত পুরস্কার জয় করে বর্তমানে আইসিসিআর স্কলারশিপে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ক্ল্যাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা করছে। বাবা সঞ্জয় চক্রবর্তী বাবুল নিয়মিত বিভিন্ন চ্যানেলে সংগীত পরিবেশন করেন এবং মা রাখী চক্রবর্তীও একজন দক্ষ সংগীতশিল্পী।

প্রেয়সীর অর্জনে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। কন্যাদের সাফল্যে উচ্ছ্বসিত বাবা সঞ্জয় চক্রবর্তী বলেন, “আমার মেয়েরা একদিন সংগীতের মাধ্যমে সবার মন জয় করে কালজয়ী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবে—এটাই আমার স্বপ্ন।”

Explore More Districts