নড়াগাতীতে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াগাতীতে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াগাতীতে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলকণ্ঠ:নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশ অভিযান চালিয়ে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) রাতে উপজেলার বাঐসোনা ইউনিয়নের বাঐসোনা গ্রামের মিনি পার্কের সামনে বাঐসোনা-যোগানিয়া পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নড়াগাতী থানাধীন ডুমুরিয়া গ্রামের ফরিদ মোল্লার ছেলে মোঃ কিবরিয়া মোল্লা (৩৫) এবং একই গ্রামের ফিরোজ আলীর ছেলে মোঃ জনি মোল্লা (২১)।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক, এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। এ সময় দুই আসামির কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এর নির্দেশনায় জেলার পুলিশ সদস্যরা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালাচ্ছে। জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।”

Explore More Districts