জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম তার নির্বাচনী এলাকায় টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর তিনি লোহাগড়ার নলদী বাজারে গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় স্থানীয় জনগণের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।
আজ শনিবারও তিনি লোহাগড়ার কাশিপুরসহ আশপাশের এলাকায় গণসংযোগে অংশ নেন। এসব পথসভায় তিনি বলেন, “জননেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে – এই বিশ্বাস নিয়েই আমরা মাঠে আছি।”
তিনি আরও বলেন, “দলের ঘোষিত দফা রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, কল্যাণমুখী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমরা কাজ করছি।”
এ সব গণসংযোগে অংশ নেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।