নড়াইল সদরের ওসির উদ্যোগে ইভটিজিং, মাদক ও বখাটে প্রতিরোধে মতবিনিময়

নড়াইল সদরের ওসির উদ্যোগে ইভটিজিং, মাদক ও বখাটে প্রতিরোধে মতবিনিময়

রোববার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার সহকারী সেক্রেটারি আইয়য়ুব হোসেন খান, চন্ডিবরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আইয়ুব হোসেন এবং ইউনিয়ন জামাতের আলমগীর কবীর প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, সীমানন্দপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইউনুস মোল্যা, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য নান্নু, চন্ডিবরপুর ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুব, মোস্তফা, অভিভাবক আলমগীর বিশ্বাস, শাহাদাত হোসেন শাবু প্রমুখ।

07oosi1.jpgবক্তারা বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের আড্ডা, ইভটিজিং ও মাদকের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হচ্ছে। অনেকে অভিভাবক তাদের সন্তানদের নিয়ন্ত্রণে না এনে সামাজিক আধিপত্য বিস্তারের চেষ্টা করেন, যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেয়।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদর থানার ওসি সাজেদুল ইসলামের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বক্তারা মত প্রকাশ করেন, দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হলে সবারই সহযোগিতা প্রয়োজন।

তারা আরও বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের গৌরবের প্রতীক। তাই এর শিক্ষার পরিবেশ সুরক্ষায় শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে। কোনো শিক্ষার্থী যাতে ইভটিজিং, বখাটেপনা বা মাদকের কবলে না পড়ে সে বিষয়ে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Explore More Districts