নড়াইল জেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল, সাংগঠনিক সম্পাদক বাবু নির্বাচিত

নড়াইল জেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল, সাংগঠনিক সম্পাদক বাবু নির্বাচিত

নড়াইল জেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল, সাংগঠনিক সম্পাদক বাবু নির্বাচিত

এ সময় বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি নেতা অ্যাডভোটে গোলাম মোহাম্মদসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্মলেনের  দ্বিতীয় ধাপে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচনের  জন্য জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলার মোট ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের মোট কাউন্সলির ছলিনে ৭০৭ জন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেন। ২ জন। এদের মধ্যে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪শ ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ২শ৩৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন তিন জন। এদের মধ্যে মনিরুল ইসলাম পেয়েছেন ৪৩৬ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহরিয়ার রিজভী জর্জ আনারস প্রতিকে পেয়েছেন ২৬৩ ভোট এবং অ্যাডভোকেট মোঃ কামরুল হাসান পেয়েছেন ১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন ৪ জন। এদের মধ্যে খন্দকার ইজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ২৭২ ভোট পেয়েছেন। এ ছাড়া অপর প্রার্থী মোঃ টিপু সুলতান ১২৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী এস.এম ফেরদৌস রহমান কোন ভোট পাননি।

Explore More Districts