নড়াইল জেলা ক্রীড়া সংস্থায় আশরাফুজ্জামান পিন্টুর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

নড়াইল জেলা ক্রীড়া সংস্থায় আশরাফুজ্জামান পিন্টুর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

নড়াইল জেলা ক্রীড়া সংস্থায় আশরাফুজ্জামান পিন্টুর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে বিতর্কিত ব্যক্তি আশরাফুজ্জামান পিন্টুকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার ক্রীড়ামোদী সংগঠকরা।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল আদালত চত্বরে জেলা ক্রীড়ামোদীদের উদ্যোগে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে পরিণত হয়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলোয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা বিএনপির সংগঠনের সম্পাদক এডভোকেট মাহবুব মোরশেদ জাফল সাবেক সংগঠনিক সম্পাদক আলী হাসানসহ অন্যরা। বক্তারা বলেন, জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে আশরাফুজ্জামান পিন্টুর নাম অন্তর্ভুক্তি ক্রীড়াঙ্গনের জন্য কলঙ্কজনক। তাঁকে অবিলম্বে বাদ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এসময় বক্তারা জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের অপসারণের দাবিও তোলেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিলসহ জেলা ক্রীড়া অফিস ঘেরাও করেন। সেখানে আবারো দফায় দফায় স্লোগান দিয়ে জেলা ক্রীড়া অফিসারের অপসারণের দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে নড়াইল জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান সাংবাদিকদের বলেন,

“যে ব্যক্তির নাম অন্তর্ভুক্তির অভিযোগ তুলে আমার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তার বিষয়ে আমার কিছুই জানা নেই। আমি বা জেলা প্রশাসক—কেউই তাঁর নাম পাঠাইনি। হঠাৎ মন্ত্রণালয় থেকে আশরাফুজ্জামান পিন্টুর নামসহ একটি চিঠি আসে। এ বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করলে তিনি বলেন, যেহেতু মন্ত্রণালয় থেকে এসেছে, তাই চিঠি গ্রহণ করতে হবে। এর বাইরে আমার কোনো ভূমিকা নেই। অন্যায়ভাবে আমার বিরুদ্ধে যে মিছিল, স্লোগান ও অফিস ঘেরাও হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

বিক্ষোভে অংশ নেওয়া ক্রীড়ামোদীরা বলেন, রাজনৈতিক বিবেচনায় বিতর্কিত ব্যক্তিদের ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্ত করলে জেলার খেলাধুলার পরিবেশ নষ্ট হবে। তাই এ ধরনের অনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

Explore More Districts