নড়াইলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এক যুবলীগ নেতা, থানায় জিডি

নড়াইলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এক যুবলীগ নেতা, থানায় জিডি

নড়াইলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এক যুবলীগ নেতা, থানায় জিডি

নড়াইলে সাংবাদিক মোস্তফা কামাল প্রকাশ্যে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তার স্বার্থে নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী মোস্তফা কামাল বর্তমানে আরটিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ। অভিযোগে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হলেন সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের মৃত আলেক মোল্লার ছেলে বাবলু মোল্লা (৫০)। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সামাজিক একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বাবলু মোল্লা অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। প্রতিবাদ করলে তিনি মারধরের জন্য এগিয়ে যান এবং সাংবাদিক মোস্তফা কামালকে প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগী সাংবাদিক বলেন—

“দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে একজন স্থানীয় প্রভাবশালী নেতা প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছেন। আমার জীবনের ঝুঁকি আছে, তাই বাধ্য হয়ে থানায় জিডি করেছি। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অভিযুক্ত যুবলীগ নেতা বাবলু মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, সাংবাদিক মোস্তফা কামালের জিডি (নং-২৩৫, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৫) থানায় নথিভুক্ত হয়েছে। অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত : সম্প্রতি বাংলাদেশে একাধিক সাংবাদিক খুন ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। এতে সংবাদপেশার স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাংবাদিক সংগঠনগুলোও এসব ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।

Explore More Districts