মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।
অভিযানে বাবলু ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ঔষধের মোড়কে মূল্য কলম দিয়ে ঘষা-মুছে পরিবর্তনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
একইসাথে, কণিকা মিষ্টান্ন ভান্ডারকে বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অভিযোগে ২০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ঔষধের নমুনা জব্দ করা হয় এবং দোকানদারদের সতর্ক করা হয়।
অভিযানে জেলা ক্যাবের সেক্রেটারি, অধিদপ্তরের অফিস সহকারী বিউটি খানম, স্থানীয় পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, “ক্রেতা-বিক্রেতা উভয়েরই সচেতন হওয়া জরুরি। পণ্যের মেয়াদ, মূল্য তালিকা ও বিএসটিআই লোগো যাচাই ছাড়া কেনাকাটা করা উচিত নয়। এই অভিযানের উদ্দেশ্য কেবল শাস্তি নয়, সচেতনতা বৃদ্ধিও।”
এ ধরনের নিয়মিত অভিযান বাজারে স্বচ্ছতা এবং ভোক্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।