নড়াইলে মূল্য তালিকা না থাকায় রাইচ মিলকে জরিমানা

নড়াইলে মূল্য তালিকা না থাকায় রাইচ মিলকে জরিমানা

নড়াইলে চাউলের বস্তায় মূল্য তালিকা উল্লেখ না করায় এক রাইস মিল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে নড়াইল পৌরসভার বেতবাড়িয়া গ্রামে অবস্থিত মেসার্স অধিকারী রাইচ মিলে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।

02-35.jpgঅভিযান শেষে তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী মিল গেট থেকেই চাউলের বস্তায় মূল্য তালিকা উল্লেখ করতে হবে। কিন্তু নড়াইলের বেশিরভাগ মিলই নিয়ম না মেনে দীর্ঘদিন ধরে নিজেদের মতো করে উৎপাদন ও বাজারজাত করে আসছে। আমরা বিগত কয়েক মাস ধরে বাজার পর্যবেক্ষণ করছি ও তাদের সতর্ক করছি। কিন্তু অনেক সময় অভিযানের সময় নানা অজুহাত দেখিয়ে তারা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সচেতন হওয়া জরুরি। পণ্যের মেয়াদ, মূল্য তালিকা ও বিএসটিআই লোগো যাচাই না করে কেনাকাটা করা উচিত নয়। এই ধরনের অভিযান শুধু শাস্তির উদ্দেশ্যে নয়, বরং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে।”
এ সময় অভিযানে সহকারী পরিচালক শামীম হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক, অধিদপ্তরের অফিস সহকারী বিউটি খানম, স্থানীয় পুলিশ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, নিয়মিত এমন অভিযান বাজারে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে।##
 

Explore More Districts