বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে নড়াইল উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডা: ফখরুদ্দিন আলী আহম্মেদ এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাইজপাড়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, মাইজপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, শিল্পী বলদেব অধিকারী, গণঅধিকার পরিষদ নড়াইল জেলার সভাপতি সোহাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক রোস্তম ভূঁইয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্বাস মাস্টার, ব্যবসায়ী প্রণব সাহা, সমাজসেবক আব্দুস সোবান, অবসরপ্রাপ্ত শিক্ষক সনৎ কুমার রায়, গোবিন্দ বিশ্বাস, শিক্ষক রোজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রায়, সমাজসেবক মিলন মল্লিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাইজপাড়া ইউনিয়নে ১৯৭১ পরবর্তী সময়ে কখনও সাম্প্্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি এবং আগামিতেও এ ইউনিয়নে কোন রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সবধরনের ষড়যন্ত্র রুখতে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা অব্যহত থাকবে।
বক্তারা আরও বলেন, বিগত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে যেভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, গণমানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই সকল তরুণদের ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে অগ্রণি ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহাজান সর্দার ও সাকিব হোসেন সোয়েব।