নড়াইলে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন | Narailkantho-Latest Bangla News & Entertainment…

নড়াইলে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন | Narailkantho-Latest Bangla News & Entertainment…

স্টাফ রিপোর্টার : অমর ২১ ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আজ। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে নড়াইলে দানবীর ফাজেল মোল্যা চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এঁর নেতৃত্বে সুশৃঙ্খলভাবে জেলা প্রশাসন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার এঁর পক্ষ থেকে এবং পুলিশ সুপার সাদিরা খাতুন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে হাজারো মানুষের ঢল নামে। মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টি, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিশু-কিশোর, বৃদ্ধ সবাই ফুল হাতে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আসেন ভাষা শহীদদের।

পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, বিএনপি, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতন্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার নেতৃত্বে পৌর কাউন্সিলরবৃন্দ, জেলা পরিষদ, গণপুর্ত বিভাগ, নড়াইল সদর উপজেলার নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ, আব্দুল হাই ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ, এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-এডাব, নড়াইল প্রেসক্লাব, নড়াইল জেলা প্রেসক্লাব, সম্মিলত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা শিল্পকলা একাডেমি, আওয়ামী শ্রমিকলীগ, আওয়ামী কৃষক লীগ, যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, শুভেচ্ছা ক্লাব, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমুহ।


Explore More Districts