নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে, সৌদী ফুড বেকারীকে নিষিদ্ধ কেমিক্যাল এবং ক্ষতিকর রঙ ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম অভিযানের সময় নিজেই তার অপরাধ স্বীকার করেন। এর আগে একই অপরাধে তাকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে জানান কর্মকর্তারা।
অন্যদিকে, মুসলিম সুইটস নামক প্রতিষ্ঠানকে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মোঃ কামরুল হাসানকেও পূর্বে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪২ ধারা অনুযায়ী সৌদী ফুড বেকারিকে এবং ৩৮ ধারা অনুযায়ী মুসলিম সুইটসকে এ জরিমানা করা হয়েছে।
এই অভিযানের সময় দিঘলিয়া বাজারের আরও ১০টি প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদের সতর্ক করা হয়। অভিযানে সহায়তা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী বিউটি খানম এবং স্থানীয় পুলিশ সদস্যরা।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তা অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”