নড়াইলে বিশেষ টাস্কফোর্স অভিযানে ৭,৩০০ হাজার টাকা জরিমানা

নড়াইলে বিশেষ টাস্কফোর্স অভিযানে ৭,৩০০ হাজার টাকা জরিমানা

নড়াইলে বিশেষ টাস্কফোর্স অভিযানে ৭,৩০০ হাজার টাকা জরিমানা

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত নড়াইল জেলা বিশেষ টাস্কফোর্স কমিটি নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা হাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কমিটির আহবায়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।      

জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সূত্রে জানা গেছে, এড়েন্দা হাটে ভোক্তা অধিকার ও কৃষি বিপপন আইনে এক আড়ৎদার ভাউচার প্রদর্শন না করতে পারায় ৪০০০/- টাকা , পলিথিন দোকানে রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০০০/- টাকা, মিথ্যা তথ্য দেয়ার অপরাধে আরও এক খুচরা ব্যবসায়ীকে ৩০০/- টাকা এবং দুই মটরসাইকেলকে ২০০০/ টাকা জরিমানা করা হয়।      
      
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ছাত্র প্রতিনিধি মো: নবাব মোল্যা, শুভ মোল্যাসহ অন্যান্য সদস্যরা।  

এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা ও মেমো না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাভের নামে সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।

Explore More Districts