নড়াইলে দুই মিষ্টির দোকানকে দশ হাজার টাকা জরিমানা

নড়াইলে দুই মিষ্টির দোকানকে দশ হাজার টাকা জরিমানা

নড়াইলে দুই মিষ্টির দোকানকে দশ হাজার টাকা জরিমানা

 ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, নড়াইল পৌরসভার পুরাতন বাসটার্মিনাল এলাকায় ভোক্তার বাজার তদারকি করা হয়। এ সময় ওই এলাকার অলিপ সুইটস ও নড়াইল ডেইরিকে প্রদর্শিত মূল্য তালিকা অনুযায়ি দইয়ের ওজন কম পাওয়া, বিএসটিআই’এর অনুমোদন নেই, কোন পণ্যেরই গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ ও মূল্য কোনটাই উল্লেখ না থাকা এবং প্রদর্শিত পণ্যের তথ্যের গড়মিল পাওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ভোক্তা আইনের ৩৮ ধারায় জরিমানা করা হয়েছে।  

এ সময় ওই এলকার অন্যান্য মিষ্টির দোকান ও হোটেল সমূহ তদারকি করা হয় এবং সকলকে বিএসটিআই-এর অনুমোদন নিয়ে কাজ করার বলা হয় এবং ভোক্তা আইন মেনে ক্রয়-বিক্রয় করার আহবান জানান ভোক্তা কর্মকর্তা।

এসময় উপস্থিতি ছিলেন জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, একজন পুলিশের এসআই ও একজন সদস্য।

Explore More Districts