বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন। বক্তারা অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান এবং দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তব্য দেন , আমিনুর রহমান – সভাপতি, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন, নড়াইল জেলা শাখা আনিচুর রহমান শরীফ – সাধারণ সম্পাদক, রওশন আরা – সাংগঠনিক সম্পাদক, মুর্শিদা আক্তার – সহ-সভাপতি, সদর উপজেলা কমিটি, সুজিত কুমার বিশ্বাস – সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা কমিটি,
- স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি সংক্ষেপে:
চাকরিতে ১৪তম গ্রেড এবং ‘টেকনিক্যাল পদমর্যাদা’ প্রদান। - পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
- প্রশিক্ষণ ছাড়াই সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা।
- বেতন স্কেল পুননির্ধারণে টাইম স্কেল ও উচ্চতর স্কেল সংযুক্ত করা।
- ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি প্রদান।
- পূর্বের সকল দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা।
এ সময় সদর উপজেলার ৩৯টি ইউনিয়নের শতাধিক স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই দাবি শুধুমাত্র তাঁদের পেশাগত মর্যাদা ও ন্যায্যতার প্রশ্ন, এর বাস্তবায়ন স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেই আরও শক্তিশালী করবে।
তাদের বার্তা ছিল স্পষ্ট: “দাবি না মানলে রাজপথেই থাকবে আমাদের অবস্থান!”