নগর যুবলীগ নেতা সাজ্জাদ গুলশানে গ্রেপ্তার – দৈনিক আজাদী

নগর যুবলীগ নেতা সাজ্জাদ গুলশানে গ্রেপ্তার – দৈনিক আজাদী

নগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডিবি ইউনিটের সহযোগিতায় সোমবার (১২ মে) রাতে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

রাতেই তাকে চট্টগ্রাম নিয়ে আসার কথা। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান রাত ১১টার দিকে আজাদীকে বলেন, ঘণ্টাখানেক আগে ডিএমপি-ডিবি’র সহযোগিতায় মোহাম্মদ সাজ্জাদকে আমরা গ্রেপ্তার করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কীনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ধৃত সাজ্জাদ নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য।

Explore More Districts