নগর ভবনে অবস্থান কর্মসূচি: ডিএসসিসি কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান

নগর ভবনে অবস্থান কর্মসূচি: ডিএসসিসি কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক কার্যালয়, জনসেবা বিভাগসহ সব বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নগর ভবনে চলমান অবস্থান কর্মসূচির আয়োজকেরা। নাগরিক সেবা যেন ব্যাহত না হয়, সে জন্যই এ আহ্বান জানানো হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ‘ঢাকাবাসী’ নামের প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়কারী মশিউর রহমান এ আহ্বান জানান। মশিউর রহমান বলেন, ‘আমরা চাই না জনগণের সেবা কোনোভাবেই ব্যাহত হোক। তাই ডিএসসিসির সব কর্মকর্তা–কর্মচারীকে কাজে ফেরার আহ্বান জানাচ্ছি।’

Explore More Districts