নগরীর রিফিউজি কলোনীতে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গু’লি, জনমনে আতঙ্ক

নগরীর রিফিউজি কলোনীতে  প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গু’লি, জনমনে আতঙ্ক

১৮ December ২০২৫ Thursday ৮:২৩:১২ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

নগরীর রিফিউজি কলোনীতে  প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গু’লি, জনমনে আতঙ্ক

বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গুলি ছোড়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এমনই অভিযোগের ভিত্তিত্বে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওই কলোনিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

এরআগে বুধবার দিবাগত রাত এগারোটার দিকে নগরীর নূরিয়া স্কুলের পিছনে সরদার মঞ্জিলের সামনে গুলির ঘটনা ঘটলেও পুলিশ কর্মকর্তাদের দাবি গুলি নয়; ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে রাতের গোলাগুলির ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছে। সেসময় সড়কের দু’পাশে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করছে অনেকে।

স্থানীয়দের অভিযোগ- রিফিউজি কলোনীর কসাই সালামের ছেলে রকি তার প্রতিপক্ষ নাকা কাটা রুবেলকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে। রকি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে প্রকাশ্যে গুলি চালিয়েছে রকি। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম গোলাগুলির ঘটনা অস্বীকার করে বলেন, মাদকের ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে গোলাগুলির কোন ঘটনা ঘটেনি, দেশীয় অস্ত্র ছিলো। এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।’

এদিকে বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানের পর অভিযুক্ত রকি ও রুবেল আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts